মানিকচক গঙ্গাঘাটে লঞ্চ ডুবি, নিখোঁজ চালক সহ চার

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: মালদার মানিকচক ঘাটে গঙ্গা নদীতে লঞ্চ ডুবি। নিখোঁজ বেশ কয়েকজন। বেশকিছু পাথর বোঝাই লরি লঞ্চটি ওপারে ঝাড়খণ্ডের রাজমহল থেকে মালদা মানিকচক ঘাটে আসছিল। ঘাটের কাছাকাছি আসতেই বেঁকে যায় এরপরে বেশকিছু লরি গঙ্গাবক্ষে তলিয়ে গেছে নিখোঁজ চালক সহ চারজন।ঘটনাস্থলে মানিকচক থানার পুলিশ প্রশাসন।