নিজস্ব সংবাদদাতা,টিডিএন বাংলা,কলকাতা: কেন্দ্রের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হলেন সমাজের বিশিষ্ট জনেরা। নির্বাচনের প্রাক্কালে গেরুয়া শিবির সাধারণ মানুষের মধ্যে যেভাবে বিভাজন তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে ,তাঁর বিরুদ্ধে একজোট হবার আহ্বান জানাল জয় ভীম ইন্ডিয়া নেট ওয়ার্ক। শক্তি শালী সমাজ গড়ার লক্ষে সকলকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভেদ মুলক নীতির বিরুদ্ধে সুর চড়ালেন এই মূল্যায়ন শিবিরের আলোচকবৃন্দ।
শুক্রবার গড়িয়ার অনুকূল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই আলোচনা সভায় আয়োজক শরদিন্দু বিশ্বাস দেশের নানান কালা-কানুনের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানান। আলোচনায় অংশ গ্রহন করেন সনৎকুমার নস্কর, মুহাম্মাদ নূরুদ্দিন, সুধাকর সরকার,সারা বাংলা সংখ্যা লঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, মিতালি বিশ্বাস, উত্তম সুরকার প্রমুখ। বক্তাদের কথায় উঠে আসে, কৃষি আইন ,নাগরিকত্ব আইনসহ একাধিক বিতর্কিত বিষয়। সকলেই তাঁদের ভাষণে বলেছেন, নতুন কৃষি আইন কৃষকদের স্বার্থ সুরক্ষিত করতে পারে না। কারণ আদানি এবং আম্বানিদের মতো পুঁজিপতিদের হাতে পুরোপুরিভাবে কৃষি বাবস্থ্যাকে তুলে দেবার চক্রান্তু হচ্ছে। মানুষকে কৃষি বিল, নাগরিকত্ব বিল নিয়ে ভুল বোঝান হচ্ছে। একদিকে মনুবাদি সন্ত্রাস, অন্যদিকে পুঁজিবাদী সন্ত্রাস চলছে। এরা মানুষের অধিকারকে হরন করতে বদ্ধপরিকর। এই চক্রান্তের বিরুদ্ধে সকলকে একজোট হওয়ার প্রয়োজন বলে মনে করেন তাঁরা। অমিতাভ চক্রবর্তীর কথায় গেরুয়া সন্ত্রাস মূলত আঘাত হানছে অর্থনীতির ক্ষেত্রে। পুরো দেশটাকে পুঁজিপতিদের হাতে তুলে দেবার চেষ্টা হচ্ছে। এই সমস্ত কিছুর পিছনে আন্তর্যাতিক চক্রান্ত রয়েছে ।
আবার অনেকের বক্তব্যে অভিযোগ শোনা গেল কৃষির উন্নয়ন নিয়ে অতীতে কোনও সরকার ভাবেনি। অতীতে সরকার যদি ভাবত তাহলে দেশের কৃষকদের এত দুরবস্থার শিকার হতে হত না। এখন সমস্ত কিছু ছেড়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে পুজিপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। যা কোনওভাবে মেনে নেওয়া যায়না।
মুহাম্মাদ নুরুদ্দীন বর্তমান সরকারের নানা কালা কানুনের বিপদকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিভেদকামী শক্তি জনগণকে ভূল বুঝিয়ে দেশের সর্বনাশের খেলায় মেতেছে। তাই সাধারণ মানুষকে এ ব্যাপারে সতর্ক করতে হবে।