HighlightNewsদেশধর্ম ও দর্শন

“যাকে ভালবাসি তাকে বিয়ে করেছি”, “লাভ জিহাদ” নিয়ে চলা দ্বন্দ্বের মাঝেই কেরালায় জয় দম্পতির

টিডিএন বাংলা ডেস্ক: “যাকে ভালবাসি তাকেই বিয়ে করেছি।”গোটা দেশজুড়ে “লাভ জিহাদ” নিয়ে চলতে থাকা দ্বন্দের মাঝেই আদালতের রায়ে জয় পাওয়ার পর বিজয় দর্পে বললেন জোসনা মেরি জোসেফ। তিনি শেজিন নামে একজন মুসলিম ছেলেকে ভালোবাসেন। বিয়েও করেছেন তাকে। তবে, তাঁর এই বিয়ে মেনে নিতে চায়নি তাঁর পরিবার। আদালতে তাঁদের এই বিয়ের বিরুদ্ধে আবেদন করেছিলেন জোসনার বাবা। কেরালা হাই কোর্ট সেই আবেদন এদিন খারিজ করল।

আদালতের রায়ের পর উৎফুল্ল জোসনা এদিন সংবাদমাধ্যমকে জানান,”আমি যাকে ভালবাসতাম তাকে বিয়ে করেছি। তাই আমি তার সাথে যেতে চেয়েছিলাম। আমি তাকে পছন্দ করেছি এবং তার সাথে থাকতে শুরু করেছি। আমি আদালতকে আমার সিদ্ধান্তের কথা জানিয়েছি। এই সিদ্ধান্ত একজন ১৮ বছরের বেশি বয়সী এক ব্যক্তির নেওয়া। আমরা দুজনেই চেষ্টা করবো আমাদের বাবা মায়ের সাথে কথা বলে তাঁদেরকে বোঝাবার।”

জোসনার স্বামী শেজিনও জানিয়েছেন জোসনার খ্রিস্টান হওয়া নিয়ে তার কোন সমস্যা নেই। এমনকি জোসনা তার মৃত্যু পর্যন্ত খ্রিস্টধর্ম অবলম্বন করেই থাকবেন এতেও তাঁর কোনো আপত্তি নেই। শেজিন এদিন বলেন,”আমি ধার্মিক নই। জোসনার মৃত্যুর আগে পর্যন্ত খ্রিস্টান হিসেবে বেঁচে থাকা নিয়ে আমার কোনো সমস্যা হবে না। এটা ওর ব্যক্তিগত ব্যাপার। আমি এতে হস্তক্ষেপ করব না। আমার ক্ষেত্রে তিনি হস্তক্ষেপ করেননি। আশা করি এভাবেই চলবে। মৃত্যুর আগে পর্যন্ত। প্রত্যেকের আমাদের শান্তিতে বসবাস করতে দেওয়া উচিত।”

প্রসঙ্গত শেজিন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র যুব শাখা ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়ার সদস্য। জোসনার বাবা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে তার মেয়েকে অবৈধভাবে আটকে রেখেছে শেজিন। জোসনার বাবার ওই অভিযোগকে সমর্থন করে কোঝিকোড়ের এক সিপিআইএম নেতা দাবি করেছিলেন জোসনা এবং শেজিনের বিবাহ লাভ জিহাদের অংশ। এরপর উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চের সামনে জোসনা যখন জানান যে, তিনি শেজিনের সঙ্গে নিজের ইচ্ছায় গেছেন তাঁকে কোনরকম ভাবে আটকে রাখা হয়নি তখন, জোসনার বাবার দায়ের করা ওই মামলা খারিজ করে আদালত।

Related Articles

Back to top button
error: