আবারও নাবালিকা গণধর্ষণ কাণ্ড! অভিযোগ গ্রামের ছেলেদের বিরুদ্ধেই

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : আবারও নাবালিকা গণধর্ষণ কাণ্ডের ঘটনা উত্তর ২৪ পরগনা জেলায়! আর সেই ঘটনায় অভিযোগ উঠলো গ্রামেরই ছেলেদের বিরুদ্ধে। যদিও অভিযুক্তদের দাবি তারা সম্পূর্ণ নির্দোষ। তারা ষড়যন্ত্রের শিকার বলে পাল্টা অভিযোগ তুলেছেন। বিগত সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলা বসিরহাট এলাকায়।

জানা গিয়েছে, ওই নবম শ্রেণির নাবালিকার সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়েছে এক যুবকের। সোমবার সেই যুবকের সঙ্গেই ঘুরতে গিয়ে ছিল ওই কিশোরী। নাবালিকার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, সেই সময় নির্জন এলাকায় পেয়ে তাদের পথ আটকায় গ্রামেরই কয়েকজন দুষ্কৃতী। তারা সেই হবু বরকে মারধর করে কিশোরীকে টেনেহিঁচড়ে রাস্তার পাশে মাঠে টেনে নিয়ে যায়। পাশের মাঠে গিয়ে বছর পনেরোর মেয়েটিকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। গত সোমবারের ঘটনার ৫ দিন পর মেয়ের বাবা শনিবার অভিযোগ দায়ের করেন থানায়। ফলে স্বভাবিক ভাবেই প্রশ্ন উঠছে মাঝে পাঁচদিন কেটে গেল কেন? জবাবে মেয়েটির বাবা পুলিশকে বলেছে, ঘটনায় জড়িতেরা গ্রামের ছেলে। নানা দুষ্কর্মে যুক্ত। তারা ভয় পাচ্ছিলেন থানায় আসতে। কিন্তু অবশেষে মেয়ের ন্যায় বিচারের কথা ভেবে থানায় এসেছেন।

অভিযোগ পাওয়ার সাথে সাথেই শনিবারই স্থানীয় থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে গণধর্ষণের মামলাও রুজু করা হয়েছে। ওপর একজনের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। রবিবার ধৃতদের বসিরহাট এসিজেএম আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
শনিবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হয় পুলিশের তরফে। তাকে হোমে পাঠানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে তারা এই ঘটনার সম্পূর্ণ তদন্তের কাজ শুরু করেছেন।