কবাডি খেলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু কবাডি খেলোয়াড়ের

ছবি সংগৃহীত,

টিডিএন বাংলা ডেস্ক: কবাডি খেলতে গিয়ে হঠাৎ মৃত্যুর কোলে ঢোলে পড়লেন এক কবাডি খেলোয়াড়। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর সালেম জেলায়। ওই কবাডি খেলোয়াড়ের বাড়ি ওই জেলারই মন্নাদিকুপম গ্রামে বলে জানা গিয়েছে। এই তরুণ তারকার হঠাৎ মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া খেলার জগতে। শোকাহত গ্রামবাসী। খেলতে নেমে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। এর আগেও অনেক ঘটেছে। কিন্তু কবাডি খেলতে গিয়ে মৃত্যুর ঘটনা সাম্প্রতিককালের ঘটেছে বলে মনে হয় না। জানা গিয়েছে, ২২ বছরের ওই তরুণ কবাডি খেলোয়াড়ের নাম বিমল রাজ। তিনি বর্তমানে একটি বেসরকারি কলেজে থেকে প্রাণীবিদ্যা নিয়ে স্নাতক করছিলেন।