HighlightNewsআন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল ইরাক, আন্দোলনকারীদের দখলে সংসদ ভবন

টিডিএন বাংলা ডেস্ক: মোহাম্মেদ আল-সুদানীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইরাক। পার্লামেন্টের একক সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান মুক্তাদা আল-সদরকে প্রধানমন্ত্রী করার দাবি নিয়ে হাজার হাজার সমর্থক তাঁর ছবি বুকে ঝুলিয়ে পার্লামেন্ট ভবনের দিকে এগিয়ে আসে। বিক্ষোভকারীরা কঠোর নিরাপত্তা বলয় ভেঙে দেশটির গ্রিন জোনে ঢুকে পড়ে সংসদ ভবন দখল করে নিয়েছে। তবে বিক্ষোভকারীরা যখন পার্লামেন্টে ঢুকে বিক্ষোভ দেখান, তখন সেখানে কোনো পার্লামেন্ট সদস্য ছিলেন না। এটা সেই গ্রিন জোন যেখানে আছে গুরুত্বপূর্ণ সরকারি ভবন, বিদেশি মিশন, সেনা সদর ইত্যাদি।

এদিন বিক্ষোভকারীরা ‘সুদানী আউট’, ‘সুদানী গো ব্যাক’ এই ধরণের স্লোগান দিতে শুরু করেন। তাদের মুখে আরও শোনা যাচ্ছে, আমরা দুর্নীতিগ্রস্থ নেতাদের চাইনা। আমরা দুর্নীতিবাজদের হাতে দেশ শাসনের ভার দেব না। শিয়া নেতা আল-সুদানি হলেন প্রাক্তন মন্ত্রী এবং একটি প্রদেশের প্রাক্তন গভর্নর। বিক্ষোভকারীদের অভিযোগ হল তিনি ইরানের বন্ধু। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর জল কামান ব্যবহার করে, ব্যারিকেড তৈরি করে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কেয়ারটেকার প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাধিমি বিক্ষোভকারীদের অবিলম্বে পার্লামেন্ট ভবন খালি করে দিতে বলেছেন। তা না হলে বলপ্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন প্রধানমন্ত্রী।

Related Articles

Back to top button
error: