HighlightNewsরাজ্য

হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে হাওড়ায় কাপড়া ব্যাংক

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভিশন ২০২৬ এর অধীনে সোসাইটি ফর ব্রাইট ফিউচার এর উদ্যোগে এবং জামায়েত ইসলামী হিন্দের হাওড়া জেলার সহযোগিতায় কাপড়া ব্যাংকের শুভ উদ্বোধন হল ১৪ই এপ্রিল বেলা ৪ টায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক, জামাতে ইসলামী হিন্দের হাওড়া জেলার সহকারী জেলা নাজিম মাননীয় জুলফিকার আলী মোল্লা মহাশয়, গনেশপুর হাই স্কুল এবং দ্বিতীয় কাউন্টার উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় শাফিক রহমান মোল্লা সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন জেনেক্সট মডেল স্কুলের প্রিন্সিপাল মাননীয় আল-আমিন আলিম মহাশয়, জামাআতে ইসলামী হিন্দের কলিয়া মোকামের মোকামি আমির মাননীয় মনির উদ্দিন মোল্লা সাহেব।

এদিন প্রায় শতাধিক পুরুষ ও মহিলা কাপড়া ব্যাংকে থেকে নিজের পছন্দমত তিন, চারটি ও পাঁচটি করে কাপড় সংগ্রহ করে। শাড়ি, লুঙ্গি ,পাঞ্জাবি গেঞ্জি ,জামা, প্যান্ট ,চুরিদার সহ প্রায় ২১ রকমের কাপড় নিয়ে প্রায় ১২ হাজার এর বেশি কাপড় রাখা আছে। এই দোকান দুটো ১৪ ,১৫ ও ১৬ এপ্রিল এই তিন দিন খোলা থাকবে, প্রয়োজনে কাপড় স্টকে থাকলে সময় বাড়ানো হতে পারে। প্রায় ২৫ জন ভলেন্টিয়ার কাপড় ব্যাংকে নিযুক্ত আছেন। এলাকার মানুষ এই কাপড়া ব্যাংকের জন্য খুবই খুশি এবং গ্রহীতারা এমন নতুন ধরনের ব্যবস্থাপনা রেখে খুবই আপ্লুত।

Related Articles

Back to top button
error: