HighlightNewsদেশ

কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল: ভোট প্রবণতায় কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা স্পষ্ট, আগামীকাল বেঙ্গালুরুতে বিধানসভা দলের বৈঠক

টিডিএন বাংলা ডেস্ক: কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুসারে, কংগ্রেস ১৩০টি আসনে, বিজেপি ৬৬টি, জেডিএস ২২টি এবং অন্যান্য ৬টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ, কংগ্রেস বর্তমানে সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা ১১৩ পেরিয়ে চলছে। কংগ্রেস ৪২.৮%, বিজেপি ৩৬.১% এবং জেডিএস ১৩.২% ভোট পেয়েছে।

সূত্রের খবর, ভোট প্রবণতাকে মাথায় রেখে কংগ্রেস তার সমস্ত বিধায়ককে বেঙ্গালুরু পৌঁছতে বলেছে। অন্যদিকে, জেডিএস নেতা এইচডি কুমারস্বামী বলেছেন যে বিজেপি বা কংগ্রেস কেউই তাঁর কাছে যাননি। জানা গিয়েছে, রবিবার সকালে বেঙ্গালুরু পার্টি অফিসে কংগ্রেস বিধায়ক দলের বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই শিগগাঁওয়ে এবং কর্ণাটকের কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার কনাকাপুরা আসনে এগিয়ে রয়েছেন। চান্নাপাটনা আসনে এগিয়ে রয়েছেন জেডিএস নেতা কুমারস্বামী। সিদ্দারামাইয়ার ছেলে যতীন্দ্র বলেন, আমার বাবার মুখ্যমন্ত্রী হওয়া উচিত। অন্যদিকে, যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বলেন, “জয় বজরংবলি, তোর দি দুর্নীতি কি নালি।” কর্ণাটক কংগ্রেস প্রধান ডি কে শিবকুমার বেঙ্গালুরুতে তাঁর বাসভবনে সমর্থকদের শুভেচ্ছা জানান।

Related Articles

Back to top button
error: