HighlightNewsদেশ

দিল্লি অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন কেজরিওয়াল

টিডিএন বাংলা ডেস্ক: পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে বিল্ডিংয়ে হওয়া বিধ্বংসী অগ্নিকান্ডে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৭ জন। গুরুতর আহত হয়েছেন ১২জন। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে ৩০ হতে পারে। ইতিমধ্যেই এই বিধ্বংসী আগুন কেন লাগলো তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে যান অরবিন্দ কেজরিওয়াল। এরপর মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি।
জানা গিয়েছে, শুক্রবার বিকেল চারটে পঁয়তাল্লিশ নাগাদ পশ্চিম মুন্ডকা মেট্রো স্টেশনের ৫৪৪ নম্বর পিলারের কাছে চারতলা একটি বিল্ডিংয়ে আচমকা আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ২৪টি ইঞ্জিন। এরপর আগুন নিয়ন্ত্রণে আনতে নিয়ে আসা হয় আরো ছটি ইঞ্জিন। প্রায় সাত ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন।
জানা গিয়েছে, বিকেলে যে সময় ওই বিল্ডিংয়ে আগুন লাগে সেই সময়ে ওই বিল্ডিংয়ে কর্মরত অবস্থায় উপস্থিত ছিলেন ১২০ জন। বিল্ডিংয়ের দোতলায় একটি সিসিটিভি ক্যামেরা এবং রাউটার সারাইয়ের কোম্পানি ছিল এবং তৃতীয় তলে মোটিভেশনাল স্পিচের একটি অনুষ্ঠান আয়োজিত হচ্ছিল। তিনতলার ওই অনুষ্ঠানে অনেকেই অংশগ্রহণ করেছিলেন। যার ফলে তিন তলাতেই বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় নিখোঁজ রয়েছেন ২৯জন। কিভাবে এই ভয়ঙ্কর অগ্নি কান্ড ঘটল সে সম্পর্কে সঠিক তথ্য জানা না গেলেও দিল্লির দমকল দপ্তরের মুখ্য অফিসার অতুল গর্গ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহের লাইনে বিস্ফোরণ ঘটার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। তবে কেন আচমকা বিস্ফোরণ ঘটল তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Related Articles

Back to top button
error: