সত্যেন্দ্র জৈনের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা দেখা করলেন কেজরিওয়াল

ছবি সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার হাসপাতালে ভর্তি আপ নেতা সত্যেন্দ্র জৈনের সঙ্গে দেখা করেন। এদিন সত্যেন্দ্র জৈনকে জড়িয়ে ধরেন কেজরিওয়াল। তিনি তার টুইটার অ্যাকাউন্টে জৈনের সাথে তাঁর সাক্ষাতের ছবি শেয়ার করেন। দিল্লির মুখ্যমন্ত্রী ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, বাহাদুর একজন মানুষকে পাওয়া গেছে…হিরো।

প্রসঙ্গত, দিল্লির লোক নায়ক হাসপাতালে চিকিৎসাধীন আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন। ২৫ মে সকালে, আপ নেতা সত্যেন্দ্র জৈন তিহার জেলের ওয়াশরুমে পিছলে পড়ে গিয়েছিলেন। এরপর, তাঁকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১২টা নাগাদ তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে (এলএনজেপি) স্থানান্তরিত করা হয় এবং অক্সিজেন সাপোর্টে রাখা হয়।

এর আগে, মেরুদণ্ডে সমস্যার কারণে, ২২ মে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই সমস্যার কারণে ২০ মে তাকে দীনদয়াল হাসপাতালে নিয়ে আসা হয়।

সংবাদ সংস্থা পিটিআই বিষয়টি সম্পর্কে সচেতন ব্যক্তিদের উদ্ধৃত করে জানিয়েছে, মাথায় আঘাতের কারণে রক্ত ​​জমাট বেঁধেছিল, যদিও তাঁর অবস্থা স্থিতিশীল। জৈনের চিকিৎসার জন্য চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সদস্যদের মধ্যে এলএনজেপি হাসপাতালের সিনিয়র ডাক্তার এবং জিবি পান্ত হাসপাতালের নিউরোলজিস্ট ছাড়াও গুরুতর যত্নের বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত রয়েছে।

৩১মে ২০২২-এ, ইডি মানি লন্ডারিং মামলায় জৈনকে গ্রেপ্তার করে। তাঁর গ্রেপ্তারের প্রায় এক বছর পরে, অর্থাৎ ২৬মে ২০২৩-এ, সুপ্রিম কোর্ট জৈনকে ৪২ দিনের (৬ সপ্তাহ) জন্য জামিন দেয়। ১১ জুলাই পর্যন্ত তিনি আদালত থেকে অন্তর্বর্তীকালীন অব্যাহতি পেয়েছেন।