কেন্দ্রের অধ্যাদেশ নিয়ে আজ শরদ-পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ কেজরিওয়ালের

ছবি সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লিতে অফিসারদের বদলি-পোস্টিং ইস্যুতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে, কেন্দ্রীয় সরকার একটি অধ্যাদেশ নিয়ে এসেছে। এর বিরোধিতা করেছে আম আদমি পার্টি (এএপি)। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই অধ্যাদেশের বিরুদ্ধে বিরোধী দলগুলির সমর্থন চাইতে নেতাদের সঙ্গে বৈঠক করছেন।
এই ইস্যুতে আজ এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে দেখা করবেন কেজরিওয়াল। ইতিমধ্যেই, তিনি উদ্ধব ঠাকরে, মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, রাহুল গান্ধী এবং খাড়গের সঙ্গেও দেখা করেছেন। সব নেতারাই সংসদে কেজরিওয়ালকে সমর্থন করার কথা জানিয়েছেন।

একইসঙ্গে, কেজরিওয়ালের সমর্থন নিয়ে কংগ্রেস দুই ভাগে বিভক্ত। দলের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল অধ্যাদেশের বিরুদ্ধে আপকে সমর্থন করার কথা বলেছেন। দিল্লিতে দলের নেতা অজয় ​​মাকেন সমর্থন অস্বীকার করেছেন। এবার এই ইস্যুতে আপ এবং কংগ্রেস নেতাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়েছে।