HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট নন? ৩১শে মে মার্কশিট হাতে পাওয়ার পরেই রিভিউ এবং স্ক্রুটিনির সুযোগ পাবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা

টিডিএন বাংলা ডেস্ক: যে সমস্ত পরীক্ষার্থীরা বুধবার প্রকাশিত হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট নন তারা ৩১শে মে মার্কশিট হাতে পাওয়ার পরেই রিভিউ এবং স্ক্রুটিনির সুযোগ পাবেন বলে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। যদিও ঠিক কবে থেকে এই আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা তা এখনও জানানো হয়নি সংসদের তরফে। সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মাসের ১৫ জুন পর্যন্ত এই পোর্টালে আবেদন জানাতে পারবেন ছাত্রছাত্রীরা। এবার সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে করার সিদ্ধান্ত হয়েছে। খাতা রিভিউ করার জন্য ফিও অনলাইনেই নেওয়া হবে। যেহেতু আগামী জুলাই মাসেই কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে। তাই দ্রুত রিভিউ প্রক্রিয়া করতে চাইছে উচ্চ শিক্ষা সংসদ।

Related Articles

Back to top button
error: