HighlightNewsরাজ্য

‘কেভ হেরা কেরালা মডেল স্কুলের’ উদ্যোগে পরিবেশ দিবস উপলক্ষে পালিত হলো বৃক্ষরোপণ ও সংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: লাউহাটি সংলগ্ন মোবারকপুর গ্রামে ‘কেরালা মডেল স্কুলের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পালিত হল বৃক্ষরোপণ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন সকালে স্কুলের কচিকাঁচাদের হাত দিয়ে বসানো হয় চারা গাছ। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশ সংক্রান্ত কচিকাঁচাদের আবৃত্তি ও নাটক উপস্থাপন সকলের মন ছুঁয়ে যায়। পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে মাদ্রাসা বোর্ড ও স্কুল বোর্ডের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ৬৬৯ পেয়ে রাজারহাট ব্লকে মাধ্যমিকে প্রথম হওয়া স্নেহা পারভীন এদিনের অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ভালো পড়াশোনার অন‍্যতম শর্ত হচ্ছে কঠিন অধ‍্যাবসা ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা।” ফাজিলে(উচ্চ মাধ্যমিক) রাজ‍্যে দ্বিতীয় হওয়া সাবির আলি মুসলিম সমাজকে পড়াশোনা জগতে বেশি বেশি এগিয়ে আসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিশ্ব পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানো উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তারা পরিবেশ দূষণ করে এমন সমস্ত কাজ থেকে মানব সমাজকে দূরে থাকতে আহবান করেন। তারা বিশ্ব পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার ও সচেতন হওয়ার আবেদন করেন। স্কুল শিক্ষক তথা কেভ হেরা স্কুলের পরিচালক জুলফিক্কার ভুট্টো বলেন, “একদিন পরিবেশ দিবস বা বৃক্ষরোপণ করলে হবে না। বরং প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস। তবেই রক্ষা পাবে এ বিশ্ব।” অবশেষে ‘এ বিশ্বকে শিশুদের বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।’ সুকান্ত ভট্টাচার্যের এই কবিতার লাইন উদ্ধৃত করার মধ্য দিয়ে শেষ হয় বিশেষ অনুষ্ঠান।

Related Articles

Back to top button
error: