HighlightNewsরাজ্য

খড়গপুরের জাতীয় সড়কে এক লাফে টোল ট্যাক্স বৃদ্ধি করা হল প্রায় দেড় গুন!

টিডিএন বাংলা ডেস্ক: নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে দিশেহারা দেশের আপামর জনসাধারণ। এরই মধ্যে এবার এ রাজ্যের খড়গপুরের বালিভাষা টোলপ্লাজায় জাতীয় সড়কে এক লাফে টোল ট্যাক্স বৃদ্ধি করা হল প্রায় দেড় গুন! এই অত্যধিক টোল ট্যাক্স বৃদ্ধির ফলে মাথায় হাত এই জাতীয় সড়ক ব্যবহারকারী নিত্যযাত্রী থেকে গাড়ি চালক সকলের। চলতি বছরের ১লা এপ্রিল এই রাজ্যের সবকটি টোল প্লাজাতে টোল ট্যাক্স বৃদ্ধি করা হয়েছিল। তার পরেও আবার অল্প কয়েক দিনের মধ্যেই নতুন করে প্রায় দেড় গুন টোল ট্যাক্স বাড়ানো নিয়ে স্বভাবিক ভাবেই ক্ষোভ তৈরি হচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এদিন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেন যে, খড়গপুর থেকে চিচরা পর্যন্ত ৬এ জাতীয় সড়কের উপরে যে বালিভাষা টোলপ্লাজা রয়েছে সেখানে টোল ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে।

জাতীয় সড়ক কর্তৃপক্ষ কর্তৃক জারীকৃত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে এই টোলপ্লাজা ব্যবহার করতে হলে একটি ছোট গাড়িকে ১২৫ টাকা দিতে হবে। অথচ এর আগে এই টোলপ্লাজাতে একটি ছোট গাড়ির জন্য ৮০ টাকা দিতে হতো। এছাড়া ছোট বাণিজ্যিক গাড়ির ট্যাক্স বেড়ে দাঁড়িয়েছে ২০৯ টাকা যা পূর্বে ১৩৫ টাকা ছিল বলেই জানা যায়। এছাড়াও টোল প্লাজার মাধ্যমে বাস যাতায়াত করলে সেখানে টোল ট্যাক্স বেড়ে ২৮০ টাকার বদলে হয়েছে ৪১৫ টাকা। ট্রাকের খরচ এক লাফে অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, বর্তমানে বাংলাতে জাতীয় সড়কে মোট ২৬ টি টোলপ্লাজা আছে। ওই ২৬ টি টোলপ্লাজাতেই গত ১লা এপ্রিল মাসে এক ধাক্কায় অনেকটাই টোল ট্যাক্স বৃদ্ধি করা হয়েছিল। এমতাবস্থায় আবারও বালিভাষা টোলপ্লাজায় ট্যাক্স বৃদ্ধির কারণ কি? এমন প্রশ্নের উত্তরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজার পি সিং যুক্তি দেখিয়ে বলেন, বর্তমানে খড়গপুর থেকে চিচরা পর্যন্ত সড়কটি সংস্কার করা হয়েছে। সেখানে একাধিক ওভার ব্রিজ তৈরি করা হয়েছে। তাই রাস্তার দৈর্ঘ্য প্রায় ৫০ কিলোমিটার মতন বেশি হয়ে গিয়েছে। যার জন্য এই টোলপ্লাজায় টোল ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

Related Articles

Back to top button
error: