রাজ্য

মর্মান্তিক পথ দূর্ঘটনায় প্রান হারালেন কলকাতা পুলিশের প্রথম মহিলা ওসি সহ- তিন পুলিশকর্মী

টিডিএন বাংলা ডেস্ক: শুক্রবার কাকভোরে হুগলি জেলার দাদপুরে হোদলা পথ দুর্ঘটনায় মৃত্যু হল রাজ্য পুলিশের কম্যান্ডিং অফিসার দেবশ্রী চট্টোপাধ্যায়-সহ তিন জনের। জানা গেছে, সকালে হুগলির দাদপুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তখন টহল দিচ্ছিলেন বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ার এবং পুলিশ কর্মীও। আচমকাই সেখানে দাঁড়িয়ে থাকা একটি ১২ চাকার বালির লরিতে এসে সজোরে ধাক্কা দেয় একটি স্করপিও গাড়ি। এই দুর্ঘটনা ঘটায় সেখানে ছুটে যান তারা। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় একটি গাড়ি। গাড়িটি দেখে তারা বুঝতে পারেন এটি ডাবগ্রামের ১২ নং ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার দেবশ্রী চট্টোপাধ্যায়ের গাড়ি। এরপর আহত তিন জনকেই চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায় দাদপুর থানার পুলিশ। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে হুগলি গ্রামীণ পুলিশের এসপি তথাগত বসু হাসপাতালে এসে পৌঁছন। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহগুলি। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির ডাবগ্রাম থেকে গাড়ি নিয়ে বেহালার পর্ণশ্রীতে নিজের বাড়ি ফিরছিলেন অফিসার। রাজ্য পুলিশের অন্যতম দক্ষ পুলিশ আধিকারিক দেবশ্রী চট্টোপাধ্যায়ের এমন আকস্মিক ও মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে। ঘটনার তদন্ত চলছে।

Related Articles

Back to top button
error: