রাজ্য

শ্রমিক স্পেশাল ট্রেনে এখনও পর্যন্ত ৯৭ জনের মৃত্যু, অবশেষে স্বীকার কেন্দ্রীয় সরকারের

টিডিএন বাংলা ডেস্ক: শেষ পর্যন্ত রেলমন্ত্রী পীযূষ গোয়েল রাজ্যসভায় স্বীকার করলেন দেশে লকডাউন জারি থাকাকালীন শ্রমিক স্পেশাল ট্রেনে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।গত মে মাসে থেকে শুরু করে এখন পর্যন্ত সরকারি হিসাব মতে মোট ৯৭ জন লোকের শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

শ্রমিক স্পেশাল ট্রেনে সাধারণ মানুষের মৃত্যু নিয়ে নাটক শুরু হয়েছিল গত মাস থেকে। যখন একজন সাধারণ নাগরিক রাইট টু ইনফরমেশন আইনের আওতায় সরকারের কাছ থেকে জানতে চেয়েছিল মোট কতজন লোকের মৃত্যু হয়েছে। তখন কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে কোনো রকম তথ্য দিতে অস্বীকার করে। পরে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এই বিষয়টি রাজ্য সভায় উত্থাপন করেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে এই ব্যাপারে জবাব চান। শেষে একপ্রকার বাধ্য হয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েল এই ব্যাপারে তথ্য দিতে রাজি হন।

তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়নের উত্থাপিত প্রশ্নের জবাব দিতে গিয়ে রেল মন্ত্রী জানান, এখন পর্যন্ত মোট ৯৭ জনের মৃত্যুর খবর সরকারের কাছে নথিভূক্ত রয়েছে। এদের মধ্যে ৮৭ জনের দেহ পোস্টমর্টেম করা হয়েছে স্থানীয় পুলিশের তরফ থেকে। তবে বেশিরভাগ লোকের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাক, ফুসফুস সংক্রমণ অথবা লিভারের সমস্যার কারণে। রেলমন্ত্রী নিশ্চিত করেছেন শ্রমিক স্পেশাল ট্রেনে একজনেরও মৃত্যু করোনাভাইরাসের জন্য হয়নি। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল আরও একটি জিনিস খুব জোর দিয়ে বলেছেন, “লকডাউন চলাকালীন শ্রমিক স্পেশাল ট্রেনে কোন পরিযায়ী যাত্রীর কাছ থেকে ভাড়া নেওয়া হয়নি”।

Related Articles

Back to top button
error: