রাজ্য

ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় বিশেষ টিম গঠন করল লালবাজার

টিডিএন বাংলা ডেস্ক: ২৫ তারিখ থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলায়। সকাল থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে হাওয়ার গতিবেগ থাকবে ১২০ থেকে ১৩০ কিলোমিটার। তবে বুধবার এর প্রভাব আরো বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ১৮৫ কিলোমিটারে বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই পরিস্থিতিতে কলকাতার বুকে ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় বিশেষ টিম গঠন করল লালবাজার।

কলকাতার পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। আগামীকাল থেকেই কাজ শুরু করবে লালবাজারের বিশেষ টিম ইউনিফায়েড কম্যান্ড এজেন্সি। এই বিশেষ টিমে থাকছেন সেনা-এনডিআরএফ-বিএসএনএলের কর্তারা। পাশাপাশি ওই বিশেষ টিমে থাকছেন পূর্ত দফতর ও সিএসসির আধিকারিকরাও।

Related Articles

Back to top button
error: