টিডিএন বাংলা ডেস্ক: কয়লা পাচার কাণ্ডে ইতিপূর্বে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়ে ছিল সিবিআই। তারপর একে একে সিবিআই-এর ডাক পেয়েছেন তৃণমূল নেতা আনুব্রত মণ্ডল, শওকত মোল্লারা। এবার আইনমন্ত্রী মলয় ঘটকও সিবিআই জেরার মুখে পড়তে পারেন বলে শোনা যাচ্ছে।
সাম্প্রতিক কালে এসএসসি’র নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারীর মতো মন্ত্রীদের ইতিমধ্যেই তলব করেছে সিবিআই। এই ভাবে বহু নেতাই সিবিআই নজরে আশায় রীতিমত আতঙ্কে তৃণমূল নেতারা। যদিও শ্যামনগরের সভা থেকে তিনি পরিষ্কার বলেই দিয়েছেন, সিবিআই নিয়ে তাঁর গায়ে কোন জ্বালা নেই। এসএসসি, পিএসসি সব কিছুতে সিবিআই দেওয়া হোক, তাতে তাঁর কিছু আসে-যায় না।