HighlightNewsদেশ

“গান্ধী পরিবার সবসময় আমেঠির মানুষকে প্রতারিত করেছে”, দাবি স্মৃতি ইরানির

টিডিএন বাংলা ডেস্ক: আমেঠি প্রসঙ্গে ফের রাহুল গান্ধী তথা গান্ধী পরিবারকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এদিন প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধীর কথা উল্লেখ করে স্মৃতি ইরানি বলেন, রাহুল গান্ধী কখনই আমেঠির ইস্যু সংসদে তোলেননি। স্মৃতির দাবি,”এই রাজনৈতিক পরিবার (গান্ধী পরিবার) কয়েক দশক ধরে আমেঠি থেকে রাজনীতি করেছে কিন্তু নির্বাচনী এলাকার মানুষকে দারিদ্রতার মধ্যেই রেখেছে যাতে তারা হাত জোড় করে তাদের সামনে দাঁড়ায়।”

মঙ্গলবার নরেন্দ্র মোদি সরকারের আট বছর পূর্ণ হওয়া উপলক্ষে আমেঠিতে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি অভিযোগ করেছেন, গান্ধী পরিবার কয়েক দশক ধরে রাজনীতির জন্য আমেঠিকে ব্যবহার করে তাদের কোষাগার পূরণ করেছে কিন্তু আমেঠির উন্নয়নের জন্য কিছুই করেনি।
স্মৃতি ইরানি এদিন আরো বলেন, “তারা ( গান্ধী পরিবার) তাদের স্বার্থের জন্য আমেঠি চালিয়েছে এবং মানুষের কথায় কর্ণপাত করেনি এবং তাদের কোষাগার ভর্তি করেছে”।
উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকে পরাজিত করেছিলেন স্মৃতি ইরানি। একসময়ের কংগ্রেসের গড় হিসাবে পরিচিত আমেঠিতে জয়ধ্বজ ওঠে গেরুয়া শিবিরের। এদিন রাহুল গান্ধীকে আক্রমণ করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, “২০১৯ সালের আগে তাঁকে আমেঠিতে দেখা যায়নি বদলে শুধুমাত্র বিদেশ সফরে গিয়েছিলেন”।
এদিন স্মৃতি আরো বলেন,”তিনি কখনই সংসদে আমেঠির ইস্যু তোলেননি এবং যখন আমি সেখানে স্থানীয় সমস্যাগুলি উত্থাপন করেছি, তখন আমি এর জন্য অনেক ফোন পেয়েছি”।

কেন্দ্রীয় মন্ত্রী আরো বলেন, “গান্ধী পরিবার সবসময় আমেঠির মানুষকে ঠকিয়েছে। তারা জানত আমেঠির মানুষের মনে তাদের বিরুদ্ধে অসন্তোষ ছিল এবং সে কারণেই তিনি (রাহুল) ২০১৯ সালে কেরালায় চলে যান”।
স্মৃতির অভিযোগ, “গান্ধী পরিবার মুন্সীগঞ্জে একটি মেডিকেল কলেজ নির্মাণের জন্য কৃষকদের কাছ থেকে জমি নিয়েছিল কিন্তু সেখানে তাদের গেস্ট হাউস তৈরি করেছিল।” তিনি আরো বলেন, “তারা আমেঠির মানুষকে একটি মেডিকেল কলেজের স্বপ্ন দেখিয়েছিল… একটি মেডিকেল কলেজ এবং পাসপোর্ট কেন্দ্র খোলার কাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করেছেন।” স্মৃতির দাবি, কংগ্রেসের কাজ ও আদর্শের কারণে মানুষ তাদের প্রতি আস্থা হারিয়েছে।

Related Articles

Back to top button
error: