বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ক্রীড়া মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন লক্ষীরতন শুক্ল

ছবি সৌজন্যে লক্ষ্মীরতন শুক্লর ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগের রাজ্যের ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন ক্রিকেটার ও তৃণমূল বিধায়ক লক্ষ্মীরতন শুক্ল। ক্রীড়া মন্ত্রী পদের সাথেই হাওড়ার জেলা অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তবে তৃণমূলের বিধায়ক পদে এখনো বহাল রয়েছেন লক্ষ্মীরতন শুক্ল। সূত্রের খবর অনুযায়ী, লক্ষ্মীরতন শুক্ল রাজনীতি ছেড়ে খেলার জগতে ফিরে যেতে চান।

প্রসঙ্গত, এ বছরই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে ইস্তফা দিয়ে যোগদান করেছেন বিজেপিতে। শুভেন্দু অধিকারী ছাড়াও আরও অনেক বিধায়ক এবং সমর্থকরা দল থেকে ইস্তফা দিয়েছেন। এবার লক্ষ্মীরতন শুক্লর তৃণমূলের জেলা অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে ফের সরব রাজ্য রাজনীতি।