নতুন সংসদ ভবনের নির্মাণে অনুমোদন দিল সুপ্রিম কোর্ট

ছবি টুইটার থেকে।

টিডিএন বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ড্রিম প্রোজেক্ট সেন্ট্রাল ভিস্তাকে অনুমোদন দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তিন বিচারপতির মধ্যে দুজন এই অনুমোদনের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন। শীর্ষ আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের জন্য ডিডিএর তরফ থেকে ল্যান্ড ইউজ বদল করার পদক্ষেপ সঠিক ছিল। পাশাপাশি পরিবেশ ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়াটিকেও সঠিক বলে জানিয়েছে আদালত। যদিও এই প্রোজেক্ট নির্মাণের সময় বায়ুদূষণ আটকানোর জন্য স্মোগ টাওয়ার তৈরি করারও নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া ভিস্তা প্রজেক্টের নির্মাণকাজ শুরু করার আগে হেরিটেজ কমিটির থেকেও অনুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।