আন্তর্জাতিক

১৮ জুন ইরানের ১৩ তম প্রেসিডেন্ট নির্বাচন: জাতির উদ্দেশ্যে সর্বোচ্চ নেতার ভাষন

১৮ জুন ইরানের ১৩ তম প্রেসিডেন্ট নির্বাচন: জাতির উদ্দেশ্যে সর্বোচ্চ নেতার ভাষন

জুন ১৬, টিডিএন বাংলা ডেস্ক: আগামী ১৮ তারিখ শুক্রবার ইসলামি প্রজাতন্ত্র ইরানে ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্টিত হতে চলেছে। সেই উদ্দেশ্যে চলছে প্রার্থীদের শেষপর্বের ভোট প্রচার পর্ব। এই প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

ইরানের নির্বাচনের প্রক্ষাপটে সর্বোচ্চ নেতার এই ভাষন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের শত্রুদের সকল ষড়যন্ত্র নশ‍্যাত করে দিতে এই নির্বাচনে সকলকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে বলেন। তিনি বলেন সবচেয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচন করে ইরানকে আরো শক্তিশালী করে তুলুন।

উল্লেখ্য যে, এবারের ১৮ জুন ইরানে অনুষ্টিত হতে চলা ১৩ তম প্রেসিডেন্ট নির্বাচনে মোট সাতজন প্রার্থী নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু দুই জন প্রার্থী নির্বাচন থেকে তাদের নাম প্রত‍্যাহার করে নিয়েছেন। ফলে বর্তমানে মোট পাঁচজন প্রার্থী আছেন।

Related Articles

Back to top button
error: