আন্তর্জাতিক

সিরিয়ায় মার্কিন সেনাদের বহর আটকে দিল সাধারণ জনতা

সিরিয়ায় মার্কিন সেনাদের বহর আটকে দিল সাধারণ জনতা

জুন ১৬, টিডিএন বাংলা ডেস্ক : সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি বহর আটকে দিয়েছে সেখানকার সাধারণ লোকজন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, চারটি গাড়ির একটি মার্কিন সামরিক বহর যাচ্ছিল হাসাকা প্রদেশ দিয়ে। কিন্তু জনতা মার্কিন বহর লক্ষ্য করে ইট পাথর ছুড়তে শুরু করে। মূলত জনতার বাধা ও অনড় অবস্থানের কারণে মার্কিন সেনারা বহর নিয়ে পিছু হটতে বাধ্য হয়। জানা গিয়েছে, মার্কিন সামরিক বহরের সঙ্গে কুর্দি গেরিলাদের একটি গাড়িও ছিল।

অন্য দিকে, মঙ্গলবার হাসাকা প্রদেশ থেকে বিদ্রোহী এসডিএফ এর সেনারা প্রায় তিন ডজন ট্রাকে বিশাল বহরে করে কয়েক টন গম ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্থান প্রদেশে নিয়ে গিয়েছে।

উল্লেখ্য যে, তুরস্ক প্রথম থেকেই অভিযোগ করছে আমেরিকা নিজস্ব স্বার্থ চরিতার্থ করতে সিরায়ার বিদ্রোহী বাহিনী এসডিএফ কে সহায়তা করছে। তারা এসডিএফ এর সাহায্যে সিরিয়ার খনিজসম্পদ ও খাদ্য শষ্য বিদেশে পাচার করছে।

Related Articles

Back to top button
error: