রাজ্য

বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ের রূপরেখা তৈরি করতে বাম-কংগ্রেসের বৈঠক

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: রাজ্য তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে একসাথে লড়াইয়ের সিদ্ধান্ত আগেই নিয়েছে বাম ও কংগ্রেস। রাজ্যের শাসক দল এবং কেন্দ্রীয় শাসকদলের বিরুদ্ধে আন্দোলনকে আরো ঝাঁজালো করতে একসাথে ময়দানে নামতে চাইছে এই দুই শিবির। মঙ্গলবার রাতে বাম ও কংগ্রেসের শীর্ষ নেতারা যৌথ আন্দোলনের রূপরেখা তৈরি করতে বৈঠকে বসে ছিল মৌলালির আরএসপির সদর কার্যালয়ে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, তারা কিভাবে যৌথ আন্দোলন সংগঠিত করবে সে বিষয় নিয়েই এদিন আলোচনা করতে এসেছেন। নির্বাচনে বাম ও কংগ্রেসের আসন বোঝাপড়া কিংবা কোন দল কত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তা এদিনের আলোচনার বিষয়বস্তু নয়।

Related Articles

Back to top button
error: