জেএনইউ’য়ের নাম বদলে স্বামী বিবেকানন্দের নামে করা হোক, দাবি বিজেপি নেতার

টিডিএন বাংলা ডেস্ক: জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নাম বদলে স্বামী বিবেকানন্দের নামে করা হোক। এমনটাই দাবি তুললেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিটি রবি। ট্যুইটারে তিনি লিখেছেন, স্বামী বিবেকানন্দের জীবনদর্শন ও তাঁর মূল্যবোধ ভারতীয় শক্তির প্রকৃষ্ট উদাহরণ। তাই জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের নাম বদলে ফেলে তা স্বামী বিবেকানন্দের নামে রাখা উচিত। কারণ তাঁর মতো মানুষের জীবন ও কর্মকাণ্ডের কথা জানলে পরবর্তী প্রজন্মের মানুষরাও উপকৃত হবেন।’ অন্যদিকে ওই বিজেপি নেতার মন্তব্যকে সমর্থন করেছেন দিল্লি বিজেপির মুখপাত্র তাজিন্দার সিং বাগ্গা। তার দাবি, ভারত কখনই একটি পরিবারের সম্পত্তি নয়। কিন্তু, গত ৭০ বছরে শুধু বিশ্ববিদ্যালয় নয় স্টেডিয়াম, বিমানবন্দ, রাস্তা-সহ সমস্ত কিছুই একটি পরিবারের সদস্যদের নামে করা হয়েছে। আমাদের উচিত স্বাধীনতা সংগ্রামীদের পাশাপাশি দেশ গড়তে যে মানুষরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তাঁদেরও সম্মান করা। তাই জেএনইউয়ের নাম অবিলম্বে বদলে স্বামী বিবেকানন্দের নামে রাখা উচিত। এবং শুধু ওই বিশ্ববিদ্যালয়ই নয়, সমস্ত বিমানবন্দর, স্টেডিয়াম ও বিশ্ববিদ্যালয় স্বাধীনতা সংগ্রামী ও ভারতের শহিদ জওয়ানদের নামে করে দেওয়া উচিত।