HighlightNewsদেশ

অমিত শাহের “গুপকর গ্যাং অশুচি ‘বৈশ্বিক গঠবন্ধন’”মন্তব্যের পাল্টা, “আপনি তখন কোন গ্যাং-এর সদস্য ছিলেন?” প্রশ্ন কপিল সিবালের

টিডিএন বাংলা ডেস্ক: জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা পুনরায় বহাল করার জন্য একদিকে যেমন সরব হয়ে উঠেছে গুপকর জোট। তেমনি বিজেপির শীর্ষস্থানীয় সমস্ত নেতারাই এই জোটের বিরুদ্ধে কটাক্ষ করতে এবং এই জোটকে জাতীয়তা বিরোধী বলে সম্বোধন করতেও পিছপা হচ্ছেন না। কখনো নিশানায় আসছেন মেহবুবা মুফতি, ওমর আব্দুল্লাহরা আবার কখনো প্রসঙ্গে তীব্র সমালোচনা করা হয়েছে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর।

গতকাল নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই গুপকর জোট প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে লেখেন,
“জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং আছে এবং থাকবে। ভারতীয় জনগণ আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে আর কোনও অশুচি ‘বৈশ্বিক গঠবন্ধন’ সহ্য করবে না। হয় গুপকার গ্যাং জাতীয় মেজাজের সাথে সাঁতার কাটবে নাহলে মানুষ তা ডুবিয়ে দেবে।”

এদিকে অমিত শাহের এই মন্তব্যের প্রতিবাদ করে পাল্টা, জম্মু-কাশ্মীরে বিজেপি-পিডিপি জোটের সময়, অমিত শাহ নিজে কোন গ্যাংয়ের সদস্য ছিলেন তা নিয়েই প্রশ্ন করেছেন বড়িষ্ঠ আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিবাল। একটি টুইট করে তিনি লিখেছেন, “আসন্ন জেলা উন্নয়ন কাউন্সিল নির্বাচনের জন্য অন্য দলের সাথে কথা বলার সময় কংগ্রেস ‘জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস ও অশান্তির যুগ ফিরিয়ে আনতে চায়’ বলে অভিযোগ করেছেন অমিত শাহ।
অমিতজি, বিজেপি-পিডিপি জোট কি তবে জম্মু-কাশ্মীরে সন্ত্রাস ফিরিয়ে আনার জন্য করা হয়েছিল?
আপনি তখন কোন গ্যাংয়ের সদস্য ছিলেন?”

Related Articles

Back to top button
error: