HighlightNewsদেশ

পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা সহ বেশ কয়েকটি রাজ্যে রেল ও রাস্তা অবরোধ করেছেন বাম সংগঠনের কর্মী ও কৃষক ও শ্রমিক সংগঠনের সদস্যরা

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের নয়াকৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষক সংগঠনগুলির ডাকা ভারত বন্ধের সাড়া দিয়ে দেশের বিভিন্ন রাজ্যে রেল এবং সড়ক অবরোধ করছেন বাম সংগঠনের কর্মী, কৃষক ও শ্রমিক সংগঠনের সদস্যরা। কৃষকদের ঢাকায় ধর্মঘটকে সমর্থন করেছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, ডিএমকে, শিবসেনা সহ ১৬টি রাজনৈতিক দল। বনধের সমর্থনে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। পশ্চিমবঙ্গ,ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে রেল এবং সড়কপথে বিক্ষোভ-অবরোধ চালাচ্ছেন বাম সংগঠনের কর্মী-সমর্থকরা। অপরদিকে পাঞ্জাব, কর্ণাটক, বিহারে কংগ্রেস কর্মী-সমর্থকরা এবং শ্রমিক ও কৃষক সংগঠনের সদস্যরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছেন এবং কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছেন। কৃষক সংগঠনগুলির সাথেই রাজনৈতিক দলগুলি দাবি, কেন্দ্র সরকার যত শীঘ্র সম্ভব কৃষি আইন প্রত্যাহার করুক।

অন্ধ্রপ্রদেশে কৃষি আইনের প্রতিবাদে ডাকা ভারত বনধ এর সমর্থনে বিশাখাপত্তনমে বাম কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। পশ্চিমবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জায়গায় সকাল থেকেই রেল এবং সড়কপথে অবরোধ করেছেন বাম কর্মী সমর্থকরা। ভারত বন্ধের ডাকে সাড়া দিয়ে ওড়িশার ভুবনেশ্বর রেলস্টেশনে ট্রেন অবরোধ করেছে বামদলগুলি, শ্রমিক সংগঠন ও কৃষক সংগঠনের সদস্যরা।

কর্নাটকের ব্যাঙ্গালুরুতে ভারত বনধের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। পাঞ্জাবের অমৃতসরে ভারত বনধ এর সমর্থনে দোকানপাট বন্ধ রাখা হয়েছে। কিষান মজদুর সংঘর্ষ কমিটির মহাসচিবের বক্তব্য অনুযায়ী, শুধুমাত্র জরুরী পরিষেবা ছাড়া সমস্ত দোকান বন্ধ রাখা হয়েছে। মানুষ নিজের ইচ্ছায় দোকান বন্ধ রাখছেন।

অন্যদিকে, বিহারের হাজিপুর, জাহানাবাদ, খগরিয়া, দ্বারভাঙ্গা সহ অন্যান্য জেলাতেও কৃষক এবং মহাজোটের কর্মী-সমর্থকরা ভারত বনধ এর সমর্থনে সকাল থেকেই বিভিন্ন জায়গায় সড়কপথ অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এদিকে, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার ১৩ দিন ধরে দিল্লির বিভিন্ন সীমান্তে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন হাজার হাজার কৃষকরা। সিংঘু বর্ডারে কৃষকদের বিক্ষোভের কথা মাথায় রেখে অতিরিক্ত সুরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Related Articles

Back to top button
error: