নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: সোমবার বিজেপির যুব মোর্চার নেতৃত্বে উত্তরকন্যা অভিযানে গুলিতে মৃত্যু হয় এক বিজেপি কর্মীর। আর তারই প্রতিবাদে উত্তরবঙ্গ বন্ধের ডাক দেয় বিজেপি। মঙ্গলবার সেই বন্ধের সমর্থনে পুরাতন মালদা মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়ে বিজেপি কর্মীরা জাতীয় সড়ক অবরোধ করে। পাশাপাশি সরকারি বাস আটকে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। বিজেপির বনধ সমর্থনকারীদের দাবি, তাদের কর্মীকে আন্দোলন করার অপরাধে গুলি করে হত্যা করা হয়েছে এবং পুলিশ নির্বিচারে আন্দোলনকারীদের কাঁদুনে গ্যাস দিয়ে ছত্রভঙ্গ করে একটি এছাড়া এক তরতাজা বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। তাই আমরা আন্দোলনে নেমেছি।