HighlightNewsদেশ

পুরো দেশে আন্দোলন হওয়া উচিত; কৃষকদের সমর্থনে অনশনে বসে বললেন আন্না হাজারে

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের নয়াকৃষি আইনের প্রতিবাদে চলতে থাকা কৃষক আন্দোলনের সমর্থনে এক দিনের অনশনে বসলেন সমাজকর্মী আন্না হাজারে। আন্দোলনরত কৃষকদের ডাকা ভারত বনধের সমর্থন করে আন্না হাজারে বলেন, পুরো দেশে আন্দোলন হওয়া উচিত যাতে সরকারের উপর চাপ সৃষ্টি করা যায় এবং সরকার কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে পদক্ষেপ নেয়।

দিল্লির সীমান্তে লাগাতার ১৩ দিন ধরে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন হাজার হাজার কৃষকরা। কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে আন্না হাজারে বলেন,”আমি দেশের মানুষের কাছে আবেদন জানাচ্ছি, দিল্লীতে যে আন্দোলন চলছে তা পুরো দেশে চলা উচিত। সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য এমন পরিস্থিতি তৈরি করার প্রয়োজন আছে এবং এর জন্য কৃষকদের রাস্তায় নামা উচিত। কিন্তু কোন হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি করবেন না।”

আন্না হাজারে মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রালেগণ সিদ্ধি গ্রামে একদিনের অনশনে বসেছেন। আন্না হাজারে জানিয়েছেন কৃষকদের জন্য রাস্তায় নামার এবং নিজেদের সমস্যার সমাধান করার এটাই “সঠিক সময়”। তিনি আরো বলেন,”আমি আগেও এই বিষয়ের সমর্থন করেছিলাম এবং আগেও করতে থাকবো।”

এর পাশাপাশি কৃষি ব্যয় ও মূল্য কমিশনকে স্বায়ত্তশাসন দেওয়ার এবং এমএস স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপরেও জোর দেন আন্না হাজারে। শুধু তাই নয়, সিএসিপিকে স্বায়ত্তশাসন না দেওয়ার জন্য এবং স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করার জন্যও সরকারকে সতর্ক করেন আন্না হাজারে। তিনি বলেন, “সরকার কেবল আশ্বাস দেয়, কখনও দাবি পূরণ করে না।”

Related Articles

Back to top button
error: