রাজ্য

পুরোহিতদের মতো সরকারি তহবিল থেকে ইমাম, ফাদারদেরও ভাতা দেবার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি কামরুজ্জামানের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা:ভাতা নিয়ে আলোচনা, সমালোচনা চলছে । এরই মধ্যে হিন্দু পুরোহিতদের মতো সরকারি তহবিল থেকে মুসলিম ইমাম, খ্রিস্টান ফাদার ও বৌদ্ধ শিখ ধর্মগুরুদের ভাতা দেবার দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। ওই সংগঠনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বুধবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানান,আপনি সরকারি তহবিল থেকে হিন্দু ধর্মের পুরোহিতদের যে মাসিক যে এক হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন,সেইজন্য আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’

মুহাম্মদ কামরুজ্জামান এর পরেই চিঠিতে লেখেন,’একই সঙ্গে ইসলাম ধর্মের মসজিদের ইমাম, খ্রিস্টান ধর্মের গির্জার ফাদার,বৌদ্ধ মন্দিরের ভিক্ষু,শিখ ধর্মের গুরুদোয়ারার প্রধান পরিচালককেও সরকারি তহবিল থেকে মাসিক এক হাজার টাকা ভাতা এবং আবাস যোজনা থেকে বাড়ির ব্যবস্থা করার আবেদন জানাচ্ছি।’
সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুখ্যমন্ত্রীকে চিঠিতে আরও লেখেন,’সংখ্যাগুরু সম্প্রদায়ের পুরোহিতরা এই সুযোগ পেলে সংখ্যালঘু সম্প্রদায়ের ইমাম,ফাদার,ভিক্ষুরাও যে পাওয়ার ন্যায্য দাবীদার, আশা করি এ বিষয়ে আপনি সহমত হবেন।’

কামরুজ্জামান মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান,’মুসলমানদের কল্যাণে মুসলমানদের নিজস্ব দান করা সম্পত্তি ওয়াকফ বোর্ডের তহবিল থেকে মসজিদের ইমামরা যে ভাতা পান তার সঙ্গে সরকারি তহবিল থেকে এক হাজার টাকা ও আবাস যোজনার ঘর পেলে আমরা খুশি হবো। অতএব মহাশয়া, আশা করি আপনি সহানুভূতির সঙ্গে আমাদের এই দাবী বিবেচনা করে সংখ্যাগুরু ও সংখ্যালঘু উভয় সম্প্রদায়ের ধর্মগুরুদের সমান ভাতা, সম্মান ও স্বীকৃতি দেবেন।’

Related Articles

Back to top button
error: