কাল থেকে চালু হবে লোকাল ট্রেন; মেনে চলতে হবে একাধিক নিয়ম

টিডিএন বাংলা ডেস্ক: প্রায় সাড়ে সাত মাস পর আগামীকাল থেকে হাওড়া, শিয়ালদহ লাইনে গড়াবে লোকাল ট্রেনের চাকা। তার আগেই মঙ্গলবার ১৬ দফার গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার। এই গাইডলাইন অনুযায়ী, মাস্ক বা ফেস শিল্ড পরা বাধ্যতামূলক। করোনা সচেতনতার জন্য অডিও ভিসুয়াল মাধ্যমের সাহায্যে প্রয়োজনীয় নির্দেশাবলী প্রচারে জোর দিতে হবে। প্রতিদিন স্যানিটাইজ করতে হবে রেলের প্রতিটি কামরা। পরিষ্কার রাখতে হবে প্ল্যাটফর্মের শৌচাগার। প্লাটফর্মে রাখতে হবে আইসোলেশন রুম। প্রয়োজনে নিয়ন্ত্রণ করতে হবে স্টেশনে ঢোকা বেরোনোর পথ। যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণে থাকবে জিআরপি এবং রাজ্য পুলিশ বাহিনী। ভিড় নিয়ন্ত্রণে জিআরপি এবং রাজ্য পুলিশ বাহিনীকে সাহায্য করবে আরএপিফ।