নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: শীত ও করোনা আবহে রক্ত সঙ্কট মেটাতে ও মুমুর্ষ রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করলো উত্তর ২৪ পরগনা জেলার মাটিয়া থানার অন্তর্গত ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসা। সোমবার এই স্বেচ্ছায় রক্তদান শিবির ও ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ২৭৯ জন ব্যক্তি রক্তদান করেন। যা রেকর্ড। পাশাপাশি ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ফ্রী ওষধ বিতরণ কেন্দ্র থেকে প্রায় ১৬০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এদিন রক্তদাতারদের হাতে বৃক্ষ রোপণ কর্মসূচির ঘোষণা অনুযায়ী ৪৫০ বৃক্ষ প্রদান করা হয়।উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রফিকুল ইসলাম, জমিয়তে আহলে হাদীসের রাজ্য সম্পাদক আলমগীর সরদার, জেলা সভাপতি হানিফ আল হাদী, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র মন্ডল, মেহরুল মোল্লা, মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল হামিদ ফাইজি সহ অন্যান্য বিশিষ্টজনেরা।