HighlightNewsদেশ

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন একনাথ শিন্ডে, শপথ গ্রহণ করবেন সন্ধ্যা ৭:৩০টায়

টিডিএন বাংলা ডেস্ক: ১১ দিন ধরে চলে আসা মহারাষ্ট্রের রাজনৈতিক ডামাডোলের আজ চূড়ান্ত দিন। আজ সন্ধ্যে সাড়ে সাতটায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন একনাথ শিন্ডে। আজ একা তিনিই শপথ গ্রহণ করবেন বলে জানা গিয়েছে। বিজেপির সমর্থন করবে একনাথ শিন্ডেকে।

বৃহস্পতিবার, দুপুর আড়াইটে নাগাদ বিদ্রোহী শিবসেনা গোষ্ঠীর নেতা একনাথ শিন্ডে গোয়া থেকে মুম্বাই পৌঁছন। এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস তাঁকে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান। যার পরে পুরো বিষয়টি সামনে আসে।

রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি রাজভবনে শিন্ডে এবং ফড়নবীসকে মিষ্টি খাওয়ান। এরপর একটি সাংবাদিক সম্মেলনে, একনাথ শিন্ডে বলেন, “আমরা বালাসাহেবের হিন্দুত্ব ও রাজ্যের উন্নয়নের অ্যাজেন্ডা নিয়ে একত্রিত হয়েছি। আমরা বিগত সরকারে থেকেও কিছু করতে পারিনি। এ নিয়ে কারো কোনো আগ্রহ নেই। বড় দল হওয়া সত্ত্বেও বিজেপি আমাকে সুযোগ দিয়েছে। দেবেন্দ্রজি বড় হৃদয় দেখালেন। এর জন্য দেবেন্দ্রজিকে ধন্যবাদ। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানাই।”

শিন্ডে আরো বলেন, “দেবেন্দ্র জি মন্ত্রিসভায় থাকবেন না, তবে আমাদের পথ দেখাবেন। একদিকে বড় নেতা, অন্যদিকে একনাথ শিন্ডের মতো কর্মীকে সুযোগ দেওয়া হচ্ছে। আমরা একটি শক্তিশালী সরকার দেখতে পাব। এই সরকার দেশে দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি আমার সহকর্মীদেরও ধন্যবাদ জানাই। আমি একজন ক্ষুদ্র কর্মী, কিন্তু ৫০ জন বিধায়ক আমার প্রতি যে বিশ্বাস দেখিয়েছেন, সেই ভরসার উপর একটা আঁচড়ও পড়তে দেব না। কেন্দ্র সরকার মহারাষ্ট্রকে সাহায্য করবে। এতে রাজ্যের উন্নয়ন হবে।”
প্রসঙ্গত, বুধবার গভীর রাতে পদত্যাগ করেন উদ্ধব ঠাকরে ।
তাঁর সঙ্গে ছিলেন দুই ছেলে আদিত্য ও তেজস ঠাকরে। উদ্ধব যখন তাঁর পদত্যাগপত্র জমা দিতে রাজ্যপালের কাছে পৌঁছন, তখন রাজ্যপাল তাঁকে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাঁর পদে বহাল থাকতে বলেন। রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পরে, উদ্ধব ঠাকরে তাঁর ছেলে আদিত্যের সাথে একটি মন্দিরে প্রার্থনা করেন। এর পরে তিনি তাঁর বাসভবন মাতোশ্রীতে পৌঁছন।

Related Articles

Back to top button
error: