HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

হুল দিবস উপলক্ষে সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের

টিডিএন বাংলা ডেস্ক: আজ সাঁওতাল বিদ্রোহের স্মরণে হুল দিবস। সেই উপলক্ষে রাজ্যের সমস্ত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। বুধবার রাতে এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার কোনও স্কুলে পার্বিক পরীক্ষা (পর্যায়ক্রমিক মূল্যায়ন) থাকলে তা বাতিল করতে হবে। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই কোনও এক দিন ওই বাতিল হওয়া পরীক্ষা নিয়ে নিতে হবে স্কুলগুলিকে। এদিকে, হুল দিবসে ছুটি ঘোষণা করে আগেই একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

পর্ষদ আগামী ৬ জুলাইয়ের মধ্যে প্রথম পার্বিক পরীক্ষা শেষ করতে হবে স্কুলগুলিকে নির্দেশ দিয়ে ছিল। সেই নির্দেশ মেনেই তৈরি হয়েছিল পরীক্ষার সূচি। ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম পার্বিক পরীক্ষা গত ২৮ জুন থেকে শুরু হয়েছে। এরপর বুধবার রাতে জারি হওয়া এই বিজ্ঞপ্তি ইতিমধ্যে সব স্কুলের প্রধানশিক্ষকদের পাঠানো হয়েছে। আচমকা এই সিদ্ধান্তে স্বভাবতই আবাক হয়ে যান পড়ুয়া থেকে শুরু করে তাঁদের অভিবভাবক সকলেই।

প্রসঙ্গত, হুল দিবস হল সাঁওতাল বিদ্রোহ দিবস। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য দিন হিসাবে গণ্য করা হয় ৩০ জুনকে। ১৮৫৫ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায় সাঁওতাল বিদ্রোহ বা ‘সান্তাল হুল’-এর সূচনা হয়।

Related Articles

Back to top button
error: