HighlightNewsরাজ্য

হাই কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে রাজ্য পুলিশের ৩ কর্মকর্তাকে শোকজ আদালতের

টিডিএন বাংলা ডেস্ক: হাই কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে রাজ্য পুলিশের ৩ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে শোকজ করলো কলকাতা হাই কোর্ট। জানা গিয়েছে, আদালতের নির্দেশ সত্ত্বেও রাজ্য পুলিশ বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে ৭ জানুয়ারি নিরাপত্তার কারণ দেখিয়ে নেতাইয়ের দলীয় কার্যালয়ে ঢুকতে বাঁধা দেয় বলে অভিযোগ বিজেপির। সেই ঘটনায় ওই উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলা হয়। সেই মামলার পরি প্রেক্ষিতে কলকাতা হাই কোর্ট রাজ্য পুলিশের ডিজ, ঝাড়গ্রামের তৎকালীন পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারকে শোকজ লেটার পাঠিয়েছে। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে তাদেরকে এই শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে হাজিরা দেওয়ারও নির্দেশ পাঠিয়েছে আদালত।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী ৭ জানুয়ারি নেতাইয়ে্র শহিদ দিবস উপলক্ষে সেখানে যাতে চান। কিন্তু সেখানে পূর্ব থেকেই তৃণমূলের অনুষ্ঠান চলছিল। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও নিরাপত্তার কারণ দেখিয়ে তাঁকে অন্য সময় আসতে বলে পুলিশ।

Related Articles

Back to top button
error: