HighlightNewsদেশধর্ম ও দর্শন

দুর্গার পদতলে অসুরের বদলে মহাত্মা গান্ধী! হিন্দু মহাসভার পুজোয় বিতর্ক তুঙ্গে, সমালোচনা শুরু সোশ্যাল মিডিয়ায়

টিডিএন বাংলা ডেস্ক: দুর্গার পদতলে সাধারণ ভাবে রাখা হয় অসুরকে। কিন্তু এবার অসুরের বদলে সেখানে রাখা হল দেশের জাতীয় পিতা মহাত্মা গান্ধীর মূর্তি! হিন্দু মহাসভার দ্বারা আয়োজিত দক্ষিণ কলকাতার এই পুজো নিয়ে তুঙ্গে বিতর্ক। এই খবর ও ছবি ছড়িয়ে পড়তেই ব‍্যাপক সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মহা সমারহে রাজ‍্যজুড়ে চলছে হিন্দুদের পবিত্র ধর্মীয় উৎসব দূর্গা পুজো। কিন্তু এবার সেই পুজো মন্ডপ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। দক্ষিণ কলকাতার রুবি পার্ক এলাকায় অখিল ভারত হিন্দু মহাসভার আয়োজিত একটি পুজো নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। সেখানে মন্ডপে স্থাপিত দূর্গার প্রতিমার পায়ের নীচে স্বাভাবিক নিয়ম মেনে মহিষাসুরের মূর্তি না রেখে তার পরিবর্তে রাখা হয়েছে জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি।

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য কার্যনির্বাহী সভাপতি চন্দ্রচূড় গোস্বামী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মহাত্মা গান্ধীর জন্মদিন দুর্গাপুজোর মধ্যে পড়ায়, তাঁরা গান্ধীকে মহিষাসুর হিসাবে রাখবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই এটির সমালোচনা করে টুইটারে কলকাতা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। পুলিশ সেই মন্ডপ থেকে মহাত্মা গান্ধীর মূর্তি অপসারণ করে এবং সন্ধ্যায় অসুরের মূর্তি প্রতিস্থাপন করেছেন বলে খবর।

Related Articles

Back to top button
error: