HighlightNewsদেশ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং

টিডিএন বাংলা ডেস্ক: হঠাৎ শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকায় অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে ভর্তি হলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং। দীর্ঘ দিন থেকেই তিনি বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগ ছিলেন। বেশ কয়েক দিন থেকেই গুরুগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। কিন্তু রবিবার শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হওয়ায় তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-এ স্থানান্তরিত করা হয়। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অনেকটাই ‘স্থীতিশীল’ আছে।

সপার পক্ষ থেকে এক টুইটবার্তায় জানানো হয়েছে, “রবিবার নেতাজি (মুলায়মকে এই নামে ডাকেন দলীয়কর্মীরা)-কে গুরুগ্রামের হাসপাতালে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর অবস্থা বর্তমানে স্থীতিশীল। তিনি সিনিয়র চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।”

Related Articles

Back to top button
error: