HighlightNewsদেশ

আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার প্রচেষ্টা করা হোক; জানালো সুপ্রিম কোর্ট, কৃষি আইন ও কৃষক আন্দোলন নিয়ে শুনানি ১১ জানুয়ারি

টিডিএন বাংলা ডেস্ক: কৃষি আইন ও কৃষক আন্দোলন সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হবে আগামী ১১ জানুয়ারি। একটি মামলার শুনানি চলাকালীন এমনটাই জানালেন প্রধান বিচারপতি। তিনি আরো বলেন, ওইদিন যদি অ্যাটর্নি জেনারেল জানান যে আলোচনা সঠিক দিকে নির্দেশিত হচ্ছে, তাহলে শুনানি পিছিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর এই মামলায় সে শুনানি হয়েছিল। ১৭ ডিসেম্বর আদালত কৃষকদের রাস্তার ওপর থেকে হঠানোর আবেদনের পিটিশন এবং কৃষি আইনের বিরুদ্ধে করা পিটিশনকে সংযুক্ত করে দিয়েছিল। আদালত জানিয়েছিল শীতের ছুটির পর এই মামলার পরবর্তী শুনানি হবে।

প্রধান বিচারপতি জানিয়েছেন,”আমরা চেয়েছিলাম আলোচনার মাধ্যমে অবরোধ দূর করা হোক কিন্তু এত দিনেও কোনো রকম উন্নতি হয়নি।”এ প্রসঙ্গে কেন্দ্রের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহেতা আদালতকে বলেন, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করার আশা আছে। সে কারণেই সরকার এখনো পর্যন্ত পিটিশনের কোন জবাব দাখিল করেনি।

প্রসঙ্গত, এই মামলার সঙ্গে আজ একটি নতুন পিটিশন জুড়ে দেওয়া হয়েছে। এই পিটিশনে ১৯৫৪ সালের সংবিধান সংশোধনকে চ্যালেঞ্জ করা হয়েছে। এই আইনের আওতায় কৃষি পণ্যের বিক্রয় সম্পর্কিত বিষয়টিকে সমবর্তী তালিকায় রাখা হয়েছিল। মূলত এই আইনের অধিকার ব্যবহার করে নতুন কৃষি আইন পাস করেছে সংসদ।

Related Articles

Back to top button
error: