রাজ্য
ঘন্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: এক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। জল ঢুকলো ওয়ার্ডে। জলমগ্ন মালদা শহরের বিস্তীর্ণ এলাকা।ফলে সমস্যায় পড়েছে রোগী ও তাদের আত্মীয়রা। জলের মধ্যে দিয়েই স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে। রোগীর আত্মীয়দের অভিযোগ, হাসপাতালে মধ্যে জল জমে যাওয়ার কারণে রোগীদের সমস্যা হচ্ছে। যদিও গোটা ঘটনা নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভাইস প্রিন্সিপাল ডঃ অমিত দাঁ বলেন, জাতীয় সড়কের পাশে হাইড্রেন গুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে বৃষ্টির জল ব্যাক ফ্লো হয়ে মেডিকেল কলেজে ডুকছে। আমরা দ্রুত পাম দিয়ে জল বের করার চেষ্টা করছি। চিকিৎসা পরিষেবা বন্ধ থাকবে না। অন্যদিকে, টানা বৃষ্টির জেরে শহরের মকদমপুর, চিত্তরঞ্জন পুরবাজার সহ বেশ কয়েকটি বাজারও ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে।