দেশ

বিহার বিধানসভা নির্বাচনে ১২১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি

টিডিএন বাংলা ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে মহাজোটের আসন বন্টন আগেই হয়ে গেছিল। এবার ১২১ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। এদিন একটি সাংবাদিক সম্মেলনে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ঘোষণা করেন, বিজেপি ১২১ টি আসনে এবং জেডিইউ ১২২ টি আসনে লড়বে। জেডিইউ-এর ১২২ টি আসনের মধ্যে সাতটি আসন জিতন রাম মাঝির দল হিন্দুস্তান আবাম মোর্চাকে দেওয়া হবে। অপরদিকে, বিজেপির ১২১ টি আসনের মধ্যে পাঁচটি আসন মুকেশ সাহানির বিআইপিকে দেওয়া হবে। বিজেপির এই ১২২ টি আসনের প্রার্থী তালিকা এদিন প্রকাশ করা হয়।

এ প্রসঙ্গে ভোট পরবর্তী পরিস্থিতি কেমন হবে তা নিয়ে বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদিকে প্রশ্ন করা হলে তিনি বলেন,”আমি এই বিষয়টা স্পষ্ট করে দিতে চাই যে আমাদের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার হবেন। কোন পার্টি নির্বাচনে যত আসনই পাক না কেন, তাতে কোনো ফারাক পড়বেনা।”

অপরদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এলজেপির সভাপতি চিরাগ পাসোয়ানের নাম উল্লেখ না করে বলেন,”কিছু লোক অনেক কিছু বলেন তাতে আমার কোনো ফারাক পড়ে না। আমি কাজ করাতে বিশ্বাস করি। যদি কেউ কিছু বলে আনন্দ পান, তো তিনি তাই করুন।”এমনকি,জেডিইউ এলজেপির সঙ্গে ভালো ব্যবহার না করার যে অভিযোগ চিরাগ পাসোয়ান করেছেন সে সম্বন্ধে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পাল্টা প্রশ্ন করে বলেন, রামবিলাস পাসোয়ান কি লোকসভার সদস্য হিসেবে জেডিইউ-এর সমর্থন ছাড়া নির্বাচিত হয়েছিলেন?

Related Articles

Back to top button
error: