হাথরাস কান্ডে কলকাতায় বাম-কংগ্রেসের সঙ্গে যৌথ ধিক্কার মিছিল ওয়েলফেয়ার পার্টির

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: হাথরাস কান্ডে বাম-কংগ্রেসের সঙ্গে কলকাতায় যৌথ ধিক্কার মিছিল করলো ওয়েলফেয়ার পার্টি। মঙ্গলবার মিছিলের উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভানেত্রী শাহাজাদী পারভিন, রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য মামুন আকতার হোসেন, সেখ মোজাফফর, আবু তাহের আনসারী, মানওয়ারা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ। পাশাপাশি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রাক্তন সাংসদ মহঃসেলিম, বিধায়ক সুজন চক্রবর্তী ও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদিপ ভট্টাচার্য, বিরোধী দলনেতা আব্দুল মান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দও সামিল হন।