দেশ
বিরোধী ঐক্যে ফাটল, বিহার বিধানসভায় একাই লড়বে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা
টিডিএন বাংলা ডেস্ক: এবার বিরোধী ঐক্যে ফাটল। বিহার বিধানসভায় একাই লড়বে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রাষ্ট্রীয় জনতা দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে মহাজোট ছাড়ার কথা জানিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্ব। জেএমএমের সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য সংবাদ সংস্থাকে বলেন, ‘লালু প্রসাদের দলের রাজনৈতিক প্রতারণার কারণে বিহারে আমাদের একা লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমানা লাগোয়া বিহারে সাতটি বিধানসভা আসনে তাঁর দল লড়াই করবে। দ্বিতীয় ও তৃতীয় দফায় এই আসনগুলিতে নির্বাচন রয়েছে। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আরও বেশি আসনেও তাঁরা প্রার্থী দিতে পারেন বলেও জানিয়েছেন জেএমএম নেতা।