স্টেট ব্যাঙ্কের নতুন চেয়ারম্যান নিযুক্ত দীনেশ কুমার খারা

Pic Courtesy: Twitter

টিডিএন বাংলা ডেস্ক: স্টেট ব্যাঙ্কের নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন দীনেশ কুমার খারা। এতদিন চেয়ারম্যান ছিলেন রজনীশ কুমার। তার অবসরের পরেই তত স্থলাভিষিক্ত হচ্ছেন দীনেশ কুমার খারা। আজ বুধবারই তিনি দায়িত্ব গ্রহণ করবেন। নতুন চেয়ারম্যানের মেয়াদ আগামী তিন বছর পর্যন্ত।