দেশ

কনটেইনমেন্ট জোনে প্রকাশ্যে পুজো নয়; করোনা নিয়ন্ত্রণে কেন্দ্রের নয়া গাইডলাইন

টিডিএন বাংলা ডেস্ক: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে শুরু হবে বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব। কিন্তু এবছর করো না পরিস্থিতির যে রে নতুন করে যাতে সংক্রমনের হার বৃদ্ধি না পায় সেজন্য কেন্দ্রে তরফ থেকে প্রকাশ করা হলো নয়া গাইডলাইন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর তরফ থেকে জারি করা ওই নতুন গাইডলাইন অনুযায়ী কনটেইনমেন্ট জোনে প্রকাশ্যে দুর্গোৎসব পালন করা যাবে না। কনটেইনমেন্ট জোনের বাসিন্দারা নিজেদের বাড়িতেই দুর্গা পুজো করতে পারেন। যাদের করোনায় সংক্রমিত হওয়ার বা যাদের থেকে করোনায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের দূর্গা পূজার সময় বাড়িতে থাকারই নিদান দিল কেন্দ্র।

পাশাপাশি দুর্গাপুজোর সময় সামাজিক দূরত্ব বিধি এবং করোনা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক জমায়েত বা অনুষ্ঠান পালন করার নির্দেশ দিল কেন্দ্র। যেকোনো জমায়েত বা অনুষ্ঠানে বাধ্যতামূলকভাবে রাখতে হবে বারবার স্যানিটাইজেশনের ব্যবস্থা, পড়তে হবে মাস্ক। এছাড়া থার্মাল স্ক্রীনিং এবং ফ্লোর মার্কিং-এর ব্যবস্থা থাকাও জরুরি। বিসর্জনের সময় স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বিধি মেনেই অংশগ্রহণ করতে হবে। উৎসবের আয়োজক কর্তাদের ভিড় নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে হবে।

Related Articles

Back to top button
error: