দেশ
বিহারের মতো গুন্ডারাজ চলছে বাংলায়, দিলীপের সুরে তৃণমূলকে আক্রমন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের
টিডিএন বাংলা ডেস্ক: বিহারের মতো গুন্ডারাজ চলছে বাংলায়, দিলীপের সুরে তৃণমূলকে আক্রমন করলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। এদিন বর্ধমান শহরে কৃষি আইনের সমর্থনে এক সভায় বলেন, রাজ্যে গুন্ডারাজ চালু করেছে তৃণমূল। রাজ্যে শুটআউট ছিল না, কন্ট্রাক্ট কিলিং ছিল না, যেটা আজকে বিহার থেকে লোক এনে বিহারের কালচার পশ্চিমবঙ্গে চালু করেছে তৃণমূল। বাংলার বুকে জামতাড়া গ্যাং চালাচ্ছে। পাশাপাশি উত্তরপ্রদেশ নিয়ে তিনি বলেন, উত্তরপ্রদেশে কংগ্রেস, সমাজবাদী পার্টি, মাফিয়ারাজ শুরু করেছিল। এখন যোগীজি সেই মাফিয়ারাজকে খতম করছেন।”