ফের হাথরাস; ৪ বছর শিশুকে ধর্ষণ করলো তারই আত্মীয়, দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যু দিল্লির সফদরজং হাসপাতালে
টিডিএন বাংলা ডেস্ক: হাথরাসের দলিত তরুণীকে গণধর্ষণ ও হত্যা কান্ডের আগেও ওই হাদ্রা সেই ঘটেছিল আরো এক ভয়াবহ ধর্ষণের ঘটনা। এক ৪ বছরের শিশুকে ঘরের মধ্যে দিনের পর দিন বন্ধ করে রেখে ধর্ষণ করেছিল তারই আত্মীয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই তথাকথিত আত্মীয় শিশুটির মাসতুতো দাদা। বেশ কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর একটি সামাজিক সংগঠনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তর বাড়িতে অভিযান চালিয়ে ওই শিশুটিকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার এই ঘটনার কথা জানিয়েছে হাথরাস পুলিশ।
গত ১৭ সেপ্টেম্বর ওই শিশুকে উদ্ধার করার পর জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলে।এরপর ওই শিশু কন্যার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চারদিন আগে তাকে দিল্লির সফদরজং হাসপাতলে নিয়ে আসা হয়। সেখানেই ওই শিশুটির মৃত্যু হয়। জানিয়েছেন হাথরাস জেলা পুলিশ কর্তা মুঞ্জিরাজ জি।
পুলিশ আরো জানায় শিশুটিকে উদ্ধার এরপরই অভিযুক্ত ওই আত্মীয়কে শিশু কন্যার বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ। জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করেছে ওই মাসতুতো দাদা। হাথ্রাস এর এসএসসি আরো জানান, এই ঘটনার সঙ্গে ছেলেটির মাও জড়িত তবে বর্তমানে তিনি নিখোঁজ। ইতিমধ্যেই পুলিশের দুটি টিম ওই অভিযুক্ত মহিলার খোঁজে তল্লাশি চালাচ্ছে।
তবে অভিযুক্ত কিশোরের মাকে পুলিশ গ্রেফতার করছে না এই অভিযোগে মঙ্গলবার শিশুর মৃতদেহ নিয়ে রাস্তায় বসে পড়েন শিশুটির মা। এরপর প্রশাসনের শীর্ষ স্তরের কাছ থেকে শীঘ্রই ওই আত্মীয়াকে গ্রেফতার করার আশ্বাস পেলে শিশুটির শেষকৃত্য সম্পন্ন করে পরিবার।