দেশ

বিরোধিতার নামে রাস্তা অবরোধ করে ধর্না প্রদর্শন ভুল; শাহীনবাগ মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: সার্বজনীক স্থানে ধর্না প্রদর্শন করা সঠিক নয়। এর ফলে মানুষের অধিকার খর্ব করা হয়। শুধু তাই নয়, কোনো দল বা ব্যক্তি বিরোধ প্রদর্শনের জন্যসার্বজনীক স্থানে বাধা সৃষ্টি করতে পারেনা, পাবলিক প্লেস কে ব্লক করা যাবেনা। দিল্লির শাহীনবাগে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় ১০০ দিন ধরে লাগাতার দিল্লিকে নয়ডা ও ফরিদাবাদের সঙ্গে সংযোগকারী রাস্তা আটকে ধর্না প্রদর্শনের প্রতিবাদে আইনজীবী অমিত সাহানি এবং বিজেপি নেতা নন্দকিশোর গড়ের দাখিল করা আবেদনপত্রের শুনানির ভিত্তিতে এদিন রায়দান করে শীর্ষ আদালত।

এদিন রায় দানের সময় সুপ্রিমকোর্ট জানায়,”শাহীনবাগ এলাকায় মানুষকে সরানোর জন্য দিল্লি পুলিশের পদক্ষেপ নেওয়া উচিত ছিল। বিরোধ প্রদর্শনের জন্য শাহীনবাগের মত জনবহুল এলাকা দখল করা গ্রহনযোগ্য নয়। প্রশাসনের নিজের পদক্ষেপ নেওয়া উচিত ছিল। তাঁরা আদালতের পেছনে লুকোতে পারেন না। গণতন্ত্র এবং অসহমতি পাশাপাশি চলে।”

এর আগে, ২১ সেপ্টেম্বর এই মামলায় বিচারপতি সঞ্জয় কিশন কৌলের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে শুনানি হয়।সেসময় সলিসিটর জেনারেল তুষার মেহেতা আদালতকে জানিয়েছিলেন যে লকডাউন চালু হওয়ার কারণে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিরোধিতা প্রদর্শনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর নিজের রায় সংরক্ষণ করে আদালত। এরপর আজ এই মামলার রায় ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button
error: