মালিয়া-মোদি-চোকসির থেকে উদ্ধার ১৮ হাজার কোটি

টিডিএন বাংলা ডেস্ক : পলাতক তিন ভারতীয় শিল্পপতি মালিয়া-মোদি-চোকসির থেকে ১৮ হাজার কোটি টাকা ফেরত পেল ব্যাঙ্ক। সুপ্রিম কোর্টকে জানালেন কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা।

এই ৩ শিল্পপতির বিরুদ্ধে অর্থপাচার রোধী আইনে যে মামলা চলছে, তাতে কেন্দ্রের হয়ে প্রতিনিধিত্ব করছেন তুষার মেহেতা। সুপ্রিম কোর্টে মেহতা জানান, সর্বোচ্চ আদালতের কাছে অর্থপাচাররোধী আইনে যত মামলা পড়ে রয়েছে, তার আর্থিক পরিমান ৬৭ হাজার কোটি টাকা।

তল্লাশি অভিযান চালানো থেকে শুরু করে সম্পত্তি বাজেয়াপ্ত করা। তদন্ত চালানো এবং অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত সম্পত্তি দখল নেওয়ার ক্ষমতা হাতে রয়েছে, তা চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয় সুপ্রিমকোর্টে। সেই মামলার শুনানি করছে শীর্ষ আদালত। তিন বিচারপতির বেঞ্চ এর সামনে তুষার মেহতা বলেন, পাঁচ বছরে অর্থপাচাররোধী আইনে মাত্র ২,০৮৬ টি ঘটনার তদন্ত শুরু হয়েছে। অথচ পুলিশ এবং অন্যান্য তদন্তকারী সংস্থা গুলি প্রায় ৩৩ লক্ষ অপরাধের এফআইআর দায়ের করেছে।