রাজ্য

১২৫ তম জন্মবার্ষিকীতে নেতাজির নামে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

টিডিএন বাংলা ডেস্ক: ১২৫ তম জন্মবার্ষিকীতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে মমতা লিখেছেন, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫-তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। তিনি ছিলেন প্রকৃত নেতা, যিনি ঐক্যবদ্ধতায় বিশ্বাস করতেন। আমরা আজকের দিনটি দেশনায়ক দিবস হিসেবে পালন করছি। পশ্চিমবঙ্গ সরকার বছরভর উত্সব উদযাপনের জন্য একটি কমিটি গঠন করেছে। নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে রাজারহাটে আজাদ হিন্দ ফৌজের নামে তৈরি হবে স্মৃতিসৌধ। নেতাজির নামে তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়, যার সম্পূর্ণ ব্যয়ভার রাজ্য সরকার বহন করছে। এদিন ফের একবার নেতাজির জন্মদিবসে জাতীয় ছুটি ঘোষণা করার দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Back to top button
error: