ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে আজ অক্সফোর্ডের বিতর্কসভায় বক্তব্য দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

টিডিএন বাংলা ডেস্ক: ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে অক্সফোর্ডের বিতর্কসভা ‘দ্য অক্সফোর্ড ইউনিয়ন ডিবেট’ এ বক্তব্য দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ভারতীয় সময় বিকেল পাঁচটা নাগাদ করোনা আবহের কারণে ভার্চুয়ালই বক্তৃতা পেস করবেন তিনি। সেখানে কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, দুয়ারে বাংলা সহ বিভিন্ন প্রকল্প তুলে ধরবেন তিনি। উল্লেখ করা যেতে পারে, গত জুলাই মাসেই অক্সফোর্ড ইউনিয়নের
সভায় আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রীকে।